সম্পাদকীয়

কলা ও মানববিদ্যা অনুষদের জার্নালের ৩৭তম সংখ্যাটি বাংলা, ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় রচিত মোট ২১টি প্রবন্ধ নিয়ে প্রকাশিত হলো। প্রবন্ধগুলোর বিষয়বস্তু ইতিহাস, সমাজ ও সংস্কৃতি, নাট্যকলা ও চারুকলা, ভাষা ও সাহিত্য, দর্শন, শিক্ষা এবং ধর্মতত্ত্ব। বর্তমান সংখ্যাটি আমার সম্পাদনায় চতুর্থ অনলাইন (jah.cu.ac.bd) সংস্করণসহ প্রকাশিত হলো।

জার্নাল প্রকাশের ক্ষেত্রে সম্পাদনা পরিষদের সম্মানিত সদস্যগণের যথাযথ সহযোগিতা পেয়েছি। তাঁদের পরামর্শ অনুযায়ী প্রবন্ধ প্রকাশের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ এবং প্রবন্ধ মূল্যায়ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাযা’আত উল্লাহ ফারুকী ও ইংরেজি বিভাগের জনাব গোলাম হোসেন হাবীব (জি.এইচ. হাবীব) তাঁদের ব্যতিক্রমী ব্যস্ততার মধ্যেও জার্নাল প্রকাশের ক্ষেত্রে আমাকে উৎসাহিত করেছেন; তাঁদের প্রতি কৃতজ্ঞতা।

যথেষ্ট সতর্কতা সত্ত্বেও কিছু মুদ্রণ প্রমাদ রয়ে গেছে। এ জন্য আমি সম্পাদনা পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আশা করি, ভবিষ্যতে জার্নাল যথাযথভাবে প্রকাশিত হবে।

প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক
নির্বাহী সম্পাদক
দ্য চিটাগং ইউনিভার্সিটি জার্নাল অব জার্নাল অব্ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ
৩৭তম সংখ্যা, ২০২১
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Available Volume List