সম্পাদকীয়

কলা ও মানববিদ্যা অনুষদের জার্নাল হিসেবে বর্তমান সংখ্যাটি ৩৬তম। বাংলা, ইংরেজি, আরবি ও ফারসি ভাষায় রচিত মোট ২৩টি প্রবন্ধ এখানে স্থান পেয়েছে। ইতিহাস, ভাষা ও সাহিত্য,নাট্যকলা ও চারুকলা এবং ধর্মতত্ত্ব ও দর্শনের নানাবিধ বিষয়ে প্রবন্ধগুলো রচিত হয়েছে।

জার্নাল প্রকাশের দীর্ঘ জট নিরসনের লক্ষ্যে ডিনের দায়িত্ব পালনকালে (২০২২-২০২৪) অনুষদ জার্নালের মোট ৬টি সংখ্যা প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়। বক্ষ্যমাণ সংখ্যাটি ৯৯তম অনুষদ সভার সিদ্ধান্ত অনুসারে আমার সম্পাদনায় তৃতীয় অনলাইন (https://jah.cu.ac.bd) সংস্করণসহ প্রকাশিত হলো।

১৯৮৬ সালে থেকে MLA style manual অনুযায়ী জার্নাল প্রকাশের সিদ্ধান্ত ছিল; কিন্তু তা করা যায়নি; ভিন্ন ভিন্ন প্রবন্ধে ভিন্ন ভিন্ন style অনুসরণ করা হয়েছে। অনুষদ অফিসে সংরক্ষিত MLA style manual অনুসরণ করে ৩৫তম সংখ্যাটি প্রকাশ করা হয়েছিল; ওইটি ছিল পুরাতন সংস্করণ। বর্তমান সংখ্যাটি MLA style manual সর্বশেষ সংস্করণ অনুযায়ী প্রকাশিত হলো। MLA style manual অনুসরণের ক্ষেত্রে তত্ত্বাবধান করেছেন ইংরেজি বিভাগের প্রফেসর ড. সরওয়ার মোরশেদ এবং অনুষদের ইংরেজি শিক্ষক জনাব সারজানা আক্তার (সহকারী অধ্যাপক) ও জনাব নৈরঞ্জনা চাকমা (প্রভাষক); তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

জার্নাল প্রকাশের ক্ষেত্রে সম্পাদনা পরিষদের সম্মানিত সদস্যগণের যথাযথ সহযোগিতা পেয়েছি। তাঁদের পরামর্শ অনুযায়ী প্রবন্ধ প্রকাশের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। আমি প্রবন্ধ মূল্যায়ন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সদস্যদের ধন্যবাদ জানাই। জার্নাল প্রকাশের কাজ এগিয়ে নেওয়ার জন্য আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী ও ইংরেজি বিভাগের জনাব গোলাম হোসেন হাবীব (জি এইচ হাবীব)-এর সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি।

যথেষ্ট সতর্কতা সত্ত্বেও কিছু মুদ্রণ প্রমাদ রয়ে গেছে। এ জন্য আমি সম্পাদনা পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আশা করি, ভবিষ্যতে জার্নাল যথাযথভাবে প্রকাশিত হবে।

প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক
নির্বাহী সম্পাদক
দ্য চিটাগং ইউনিভার্সিটি জার্নাল অব জার্নাল অব্ আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ
৩৬তম সংখ্যা, ২০২০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Available Volume List