সম্পাদকীয়
কলা ও মানববিদ্যা অনুষদের জার্নাল হিসেবে বর্তমান ভলিউমটি ৩৪তম। বাংলা, ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় রচিত মোট ২০টি প্রবন্ধ এখানে স্থান পেয়েছে। মুক্তিযুদ্ধ, সমাজ ও রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং ধর্মতত্ত্ব ও দর্শনের নানাবিধ বিষয় নিয়ে লিখিত প্রবন্ধগুলোতে গবেষকদের বহুমাত্রিক মননশীলতা ও আগ্রহের পরিচয় পাওয়া যায়।
ডিনের দায়িত্ব পালনকালে (২০২১-২০২৪) অনুষদ জার্নালের ৬টি ভলিউম প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। ৯৯তম অনুষদ সভার সিদ্ধান্ত অনুসারে আমার সম্পাদনায় এ সংখ্যাটি প্রথম অনলাইন ভার্সনসহ প্রকাশিত হলো; জার্নাল প্রকাশের যে জট রয়েছে তা নিরসনের জন্যই আমাদের এই প্রচেষ্টা। সম্পাদনা পরিষদের সম্মানিত সদস্যগণ জার্নাল প্রকাশের জন্য যথাযথ সহযোগিতা করেছেন, আমি তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্পাদনা পরিষদের পরামর্শ অনুযায়ী প্রবন্ধ প্রকাশের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। প্রবন্ধ সম্পর্কে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দু-একজন বিলম্বে মত পাঠালেও সামগ্রিকভাবে তা তেমন কোনো সমস্যা সৃষ্টি করেনি। আমি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের ধন্যবাদ জানাই। জার্নাল প্রকাশের সামগ্রিক কাজ এগিয়ে নিয়েছেন আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী ও ইংরেজি বিভাগের জনাব গোলাম হোসেন হাবীব (জি এইচ হাবীব); আমি তাঁদের নিকট কৃতজ্ঞ। অনুষদের ডেপুটি রেজিস্ট্রার জনাব মুহাম্মদ আইয়ুব ও ঊর্ধতন সহকারী জনাব মোহাম্মদ আতাউল্লাহ বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগের যাবতীয় কাজ করেছেন, আমি তাঁদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যথেষ্ট সতর্কতা সত্ত্বেও কিছু মুদ্রণপ্রমাদ রয়ে গেছে এবং কিছু প্রবন্ধে জার্নালের নির্ধারিত স্টাইল অনুসরণ করা যায়নি। এ জন্যে আমি সম্পাদনা পরিষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। জার্নাল অনলাইন করার কাজ করেছেন আইসিটি সেলের সিনিয়র কম্পিউটার প্রকৌশলী (ডেপুটি রেজিস্ট্রার) জনাব এস. এম. আহসানুল করিম শিমুল এবং জার্নাল মুদ্রণের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রেসের সিনিয়র ইন্সট্রাক্টর (ডেপুটি রেজিস্ট্রার) জনাব মোর্শেদুল আলম; তাঁদেরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে জার্নাল যথানিয়মে প্রকাশিত হবে প্রত্যাশা করছি।